দুর্গাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক ভবনে দিনেদুপুরে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আবাসিক কোয়াটারের তালা ভেঙে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স (সেবিকা) নীলা আক্তারের ঘর থেকে সোনা ও রুপার গহনা নিয়ে পালিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স নীলা আক্তার বলেন, দুর্গাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয় তলায় তিনি থাকতেন। বৃহস্পতিবার সকাল ১০টার সময় হাসপাতালে তার ডিউটি ছিল। এ কারণে ৫মিনিটে আগেই তিনি ঘর তালাবদ্ধ করে ডিউটিতে চলে যান। তার ২০মিনিট পরই প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন তার ঘরের তালা ভেঙে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, তাঁর ঘরে ৩ ভরি স্বর্ণ ও ৮ভরি রুপার গহনা ছিল। সব গুলোই ঘর ভেতরে ডেসিনের তালা ভেঙে নিয়ে গেছে। তবে ঘরে নগদ কোন টাকা পয়সা ছিল না বলে তিনি জানান।
জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক থানার পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধ্যারের চেষ্টা চালানো হবে।