দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উক্ত পরিষদ হলরুমে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মূক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোল্লা আব্দুল ওয়াহেদ।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, নুর নবী, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,মহামিন, সাইদুর রহমান, এমদাদুল হক, ওবাইদুল হক,আঃ সালাম, বেলাল হোসেন,আয়েস উদ্দিন, সাদাত হোসেন মহিলা সদস্যা আঞ্জুয়া বেগম, মাহামুদা বেগম ও শাহানারা বেগম। অনুষ্ঠান পারিচালনায় ছিলেন অত্র ইউপিয়ন পরিষদের উদ্যেক্তা মিজানুর রহমান সাগর। আয় ব্যায় সন্ময় রেখে ১ কোটি ৬৪ লাখ ৮হাজার ৪শ’ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব হাসানুজ্জামান (বাবু)।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।