রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের পঞ্চম তলা বিশিষ্ট বহুতল ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) শুভ দেবনাথ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক টুলু।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক গোলাম রসুল, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, সাধারণ সম্পাদক মিজান মাহী, প্রেসক্লাবের সহ সভাপতি এসএম আমিনুল ইসলাম, সাংবাদিক সমাজের সহ সভাপতি এস এম শাহাজামাল প্রামানিক, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক জুবায়ের তুহিন, নির্বাহী সদস্য মশিউর রহমান, এম শাহাবুদ্দিন মোল্লা প্রমূখ।
বিএ/