দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি গোলাম রসুল। সোমবার (১৮ মে) বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আলী সুবজ কোরবান। এসময় ক্লাবের সকল সদসগণ উপস্থিত ছিলেন। সভায় সকলের সিদ্ধান্তক্রমে পুনরায় আমিনুল ইসলামকে সভাপতি ও গোলাম রসুলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মিজান মাহী (দৈনিক সোনালী সংবাদ), সহ-সভাপতি রায়হানুল ইসলাম (দৈনিক আমাদের সময়), ফরিদ আহমেদ আবির (দৈনিক গণকণ্ঠ), যুগ্ন সম্পাদক এসএম বাবুল হোসেন (দৈনিক লাল গোলাপ), সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া (অনলাইন নিউজ পোর্টাল সংবাদ চলমান), প্রচার সম্পাদক আল-আমিন (দৈনিক ভোরের পাতা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুর রহমান রাশেদ( অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন বার্তা-২৪) দপ্তর ও পাঠাগার সম্পাদক মিজানুর রহমান (অনলাইন বাংলা পোস্ট), কোষাধ্যাক্ষ মোফাজ্জল হোসেন (দৈনিক বাংলাদেশ সময়)। এছাড়া তিন জনকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়। তরা হলেন- আরিফুজ্জামান আরিফ, রাশোদুুর রহমান রাশেদ,মনোয়ার হোসেন পন্টি ও মমিন উদ্দিন। খবর২৪ঘন্টা / এবি