একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে দুর্গাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম।
এসভায় বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব , সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র ,দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদ হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, পাট কর্মকর্তা রুবেল হক,দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম প্রমুখ।
বিএ…