1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা হস্তান্তর - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা হস্তান্তর

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২০ মারচ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে অর্থ-বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এ.ডি.পি) প্রকল্পের আওতায় ৩৭৮ পিস জলাতঙ্কের (ভ্যাকসিন) টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন হাসপাতাল কতৃপক্ষের নিকট জলাতঙ্ক (র‌্যাবিস ভ্যাকসিন) হস্তান্তর করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, নওপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আজাদ আলী প্রমুখ ।
জানাযায়, উপজেলাতে দীর্ঘদিন এই টিকার সরবরাহ না থাকায় বিপাকে পড়ে ছিলেন কুকুর-বিড়াল আক্রমনের শিকার রোগীরা। আক্রান্ত রোগীরা অতিরিক্ত দরে ফার্মেসী থেকে সংগ্রহ করে সেবা নিতেন রোগীরা। তবে অসহায় দরিদ্র রোগিদের জন্য উপজেলা সমাজ সেবা অফিস থেকে “রোগী কল্যাণ তহবিল” থেকে আক্রান্ত রোগিদের স্বল্প সহযোগিতা প্রদান করা হচ্ছিল। সংকট নিরসনে ইউএনও সাবরিনা শারমিনের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিন পরে হাসপাতাল থেকে ভ্যাকসিন পাবেন রোগীরা।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিন জানান, এডিপি থেকে চাহিদার ভিত্তিতে চিকিৎসা খাতে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মানুষের প্রয়োজন ও চাহিদা মোতাবেক পুনরায় এ ধরনের প্রকল্প নেয়া হবে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST