রাজশাহীর দুর্গাপুর উপজেলা, পৌরসভা ও ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সন্মেলন উপলক্ষে দুর্গাপুরে বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
আগামি ১২ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা সম্মেলনের আগে দুর্গাপুর উপজেলাধীন দুর্গাপুর পৌরসভা, নওপাড়া ইউনিয়ন, পানানগর ইউনিয়ন ও জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার(২৮ ফেব্রুয়ারি) দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ সভা কক্ষে আওয়ামীলীগের বর্ধিতা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ আলহাজ্ব আয়েন উদ্দিন। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.খ.ম নূরুল আলম হিরু মাষ্টার, রাজশাহী জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আ.ন.ম অধ্যক্ষ (অবঃ) মনিরুল ইসলাম তাজুল, এ.কে.এম শামসুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও বদরুল ইসলাম তাপস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।