দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দুর্গাপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ জামাল উদ্দিন আর নেই। তিনি গতকাল শুক্রবার সকাল ১০ টার সময় হৃদরোগ ও কিডনী রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। তিনি বেশ কয়েক বছর থেকে কিডনী ও হৃদরোগে আক্রন্ত হয়ে ভুকছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭২) বছর। তিনি শালঘরিয়া গ্রামের মৃত আবেদ আলীর দ্বিতীয় ছেলে। শুক্রবার সন্ধ্য ৬ টায় দুর্গাপুর পাইলট স্কুল মাঠে প্রথম জানাযা ও রাত সাড়ে ৮ টায় নিজ গ্রাম শালঘরিয়া নিগার কোল্ড স্টোরে দ্বিতীয় জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃতুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ২কন্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
তার এই মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি গোলাম সাকলায়েন,সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবি মানুষমরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম সৈয়দ জামাল উদ্দিন, ছাত্র রাজনীতি শুরু জাতীয় পার্টির মধ্যদিয়ে। তিনি দীঘদিন জাতীয় পার্টির দুর্গাপুর উপজেলা শাখার সাধানণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর পর তিনি গত ২০০৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিতে যোগদান করেন। যোগদানের কয়েক বছর পরে তিনি দুর্গাপুর পৌরসভা বিএনপির সিনিয় সহসভাপতি মনোনিত হন। ২০১৪ সালের ১৫ মার্চ দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এর পর তিনি চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে তিনি বিপুল ভোটে উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান নির্বাচিত হন।
খবর২৪ঘণ্টা.কম/নজ