রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।
তাঁরা দুজনই প্রথমবারের মত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। বৃহস্পতিবার(২৪ মার্চ) দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
এতে সভাপতি পদে ৬জন ও সাধারণ সম্পাদক পদে ৭জন প্রার্থী ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মোজাম্মেল হক নির্বাচিত হন।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার এবং সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা সহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
বিএ/