দুর্গাপুর ইউ. সি. সি. এ লিঃ নির্বাচনে সভাপতি মাইনুল
প্রকাশের সময় :
বৃস্পতিবার, ৩০ সেপটেম্বর, ২০২১
দুর্গাপুর ইউ. সি. সি. এ লিঃ (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে ১ ভোট বেশি পেয়ে (মাছ প্রতীক) নিয়ে নির্বাচিত হলেন মাইনুল হাসান সরকার। তার প্রাপ্ত ভোট ৭৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল নবী চাঁদ (চেয়ার প্রতীক)কে পেয়েছেন ৭৪ ভোট। মোট ভোটার সংখ্যা ১৫৪। এর মধ্যে ভোট পড়েছে ১৪৯ টি।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা বিআরডিবি কার্যালয়ের একটি কক্ষ্যে ইউ. সি. সি. এ লিঃ এর নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়। এই ভোট গ্রহণ চলে বিকেল ৩ টা পর্যন্ত। সকাল থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।
ভোট গ্রহণ শেষে উভয় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। তিনি বেসরকারি ভাবে মাইনুল হাসান সরকারকে বিজয়ী ঘোষণা করেন।
এই নির্বাচন ৩ বছর পরপর অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নূরুন নবী চাঁদ সভাপতি নির্বাচিত হন।