চতুর্থ দফায় ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬ ইউনিয়নে নির্বাচিত ৭২জন জনপ্রতিনিধিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা শপথ বাক্য পাঠ করান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
উলেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দুর্গাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএ/