নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি বাজারে ভয়াবহ অগ্নীকান্ডে ছয় টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানাগেছে গেছে, নাজমুলের ইলেকট্রনিক্সের দোকান থেকে ইলেকট্রিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটে। এসময় মুহুর্তের
মধ্যে আগুনের শিখা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে নাজমুলের ইলেকট্রনিক্স, মামুন ট্রেডার্স, শুকুরের হোটেল, জহুরুলের হোমিও দোকান,নিতাই এর হার্ডওয়ার্স ও দুলাল স্টোরের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আবু খায়ের জানান, আগুও লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। প্রায় ১ ঘন্টা শেষে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এতে প্রায় ১০ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন তিনি।
খবর ২৪ ঘণ্টা/আর