1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন করলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন করলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মারচ, ২০২৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুরে মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম এর ৮ম প্রকল্প শুরু করা, রমজানে মাসের মধ্যে বকেয়া ৩ মাসের বেতন দেয়া, বেতনবৃদ্ধি করার দাবিসহ মোট ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

রোববার (২৩ মার্চ) সকাল ১১ টায় মউসিক শিক্ষক কল্যাণ পরিষদ দুর্গাপুর শাখার আয়োজনে দুর্গাপুর উপজেলা মডেল মসজিদের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে শিক্ষকরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। অবস্থান শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবরে লেখা একটি স্মারকলিপি দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র কাছে প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিগত ৭ পর্যায়ে সন্তুষ্টজনক কাজ করে সকলের কাছে প্রশংসিত হয়েছি। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ, বেকার যুবক ও নারী শিক্ষিকাবৃন্দ অত্যান্ত আন্তরিকতা দিয়ে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। এর মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষার প্রসার হয়েছে, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, কোরআন শিক্ষা দেয়া হয়েছে, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আমরা সামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। ধর্মমন্ত্রণালয়ে এখনও ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন। তারাই এখন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে গড়িমসি করছেন। এখন কেনো এই প্রকল্প আউটসোর্সিং এর আওতায় নেয়ার পাঁয়তারা চলছে? আমরা তা বাস্তবায়ন হতে দিবো না।

বক্তারা আরও দাবি করে বলেন, দুর্গাপুর উপজেলায় ১০৬ জন শিক্ষক-শিক্ষিকা সুনামের সাথে এই দায়িত্ব পালন করে আসছে। তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন। এছাড়াও ৩ মাসের বকেয়া বেতন অনতিবিলম্বে দিতে হবে এবং বেতন বৃদ্ধি করাসহ প্রকল্পটি চালু রাখার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান, সহ-সভাপতি মুফতি মোঃ জুনায়েদ আলী, সাধারন সম্পাদক মোঃ আঃ আহাদ, সহ-সাধারন সম্পাদক হাফেজ রহিদুল ইসলাম, ক্যাশিয়ার কারী মোঃ কবির হোসেন, সহ-ক্যাশিয়ার কারী মোঃ আঃ মোতালেবসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST