1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে ৪ মাদকসেবিকে কারাদন্ড - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

দুর্গাপুরে ৪ মাদকসেবিকে কারাদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে চার মাদকসেবী ও এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গ্রেপ্তার ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-উপজেলার গোড়খাই এলাকার শাওন সরকার (২৭),পুর্ব সিংগা গ্রামের সাগর (২৬) একই গ্রামের শিহাব (২৪),বহরমপুর গ্রামের সহিদুল ইসলাম(৩৮)। এদের মধ্যে একজনকে তিন মাস আরেকজনকে দুই মাস ও দুজনকে ২ মাস করে কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও উপজেলার ব্রক্ষপুর গ্রাম থেকে ৭২ বোতল নিষিদ্ধ রেকট্রিফায়ারসহ (এ্যালকোহল) মামুনুর রশীদ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা (খ) সার্কেলের পরিদর্শক মোজাফফর হোসেন শাহ্ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনের বিরুদ্ধে মাদকসহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ন/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team