দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহী দুর্গাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা কৃষি অফিসার মসিউর রহমান প্রমূখ। অনুষ্ঠানে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪০০ জন কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হচ্ছে। সেই সাথে
১০জন কৃষকদের মাঝে গ্রীস্মকালীন পেঁয়াজ বীজ ২০০ গ্রাম,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিতরণ করা হচ্ছে। একই সাথে সরকার কর্তৃক ১৪লাখ টাকা ভর্তুকি মূল্যে ২৯ লাখ ৫০হাজার টাকার ধান ও গম কাটা ও মাড়াই কম্বাইন্ড হারভেস্টার মেশিন নান্দপাড়া আইএফএম ক্লাবে সদস্য মাহাতাব আলীর কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা কৃষি অফিসার মসিউর রহমান জানান, সারা দেশ এখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেই পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সার ও বীজ কৃষকের মাঝে বিবরণ করা হবে। প্রথম পর্যায়ে পাঁচজনের একটি দলের মধ্যে সার ও বীজ বিতরণ করে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।