দুর্গাপুর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬২২৯টি ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহের চাবি হস্তান্তরের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলায় ২৫টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৫ দুর্গাপুর- পুঠিয়া আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন।
বিএ/