রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিশাল আকৃতির ২ টি গাঁজা গাছ সহ মাদক কারবারি মোজাম্মেল কবিরাজকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানাপুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রনয় কুমার ও এএসআই কামাল হোসেন নেতৃত্বে জয়নগর ইউপির ভ্রম্মপুর এলাকার ফকিরপাড়ায় ২৯ জুলাই রাত ১০ দিকে এই অভিযান পরিচালিত হয়। এসময় আটককৃতের বাড়ির আঙ্গিনা থেকে ১৩ ফুট ও ১১ ফুটের দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
মাদক কারবারি মোজাম্মেল কবিরাজ (৩৫) এই এলাকার লখর কবিরাজের ছেলে। পর্বেও তিনি ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছিলেন। মাদক কারবারি হওয়ার দরুন এলাকার সাধারণ মানুষের যাতায়াত ছিলনা তার বাড়িতে। সেই সুযোগ কে কাজে লাগিয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা গাছ রোপণ করেন।
কিছুদিনের ভেতরেই তা বিক্রয়ের উপযুক্ত হয়ে যেত।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা গাছ সহ ১ জনকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এমন অভিযান চলমান থাকবে।