নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় খবর ২৪ ঘন্টার স্টাফ রিপোর্টার বুলবুল ইসলাম আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে শহরে আসার সময় শিবপুর নামক স্থানে দুর্ঘটনায় আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আহত সাংবাদিক বুলবুল জানান, শনিবার সকালে তিনি নিজ বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে তিনি শিবপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে আহত হন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।