দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আলী (২০)নিহত
হয়েছে। নিহত মোহাম্মাদ আলী উপজেলার মঙ্গলপুর গ্রামের মজিবর রহমানের ছেল।
সে তাহেরপু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদ
আলী উপজেলার আলীপুর বাজারে পান বিক্রি করে মোটরসাইকেল যোগে বাড়ি
ফিরছিলেন। পথে উজানখলসী গাবতলা নামক স্থানে তাহেরপুর গামী কয়লা বোঝাই
ট্রাককে ওভারটেক করতে গেলে সামনে একটি সিএনজি বেঁধে যায়। এসময় সে
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে সড়কের পাশে পড়ে যায়।
পরে পথচারীরা আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় আহত মোহাম্মদ আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী সড়ক দুর্ঘটনায়
নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত’র ঘটনায় অপমৃত্যু মামলা
হয়েছে।
এস/আর জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।