দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে মোটরসাইকেলের সাথে নসিমনের ধাক্কায় আলতাফ হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সকালে দূর্ঘটনার পর বিকেল ৫টার দিকে আলতাফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে উপজেলার সাঁয়বাড় গ্রামের নাদের আলীর পুত্র। প্রত্যক্ষদর্শিরা জানান, কাঁঠালবাড়ীয়া বাজারের সামনে মাইনুলের রাইসমিলের
সামনে দিয়ে কলেজছাত্র আলতাফ মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে আসা একটি নসিমন গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলেই আলতাফ গুরুতর আহত হয়। পরে সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি চিকিৎধাীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান।
আর/এস