দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় বাবুল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বাবুল উপজেলার ঝালুকা গ্রামের হোসেন আলীর পুত্র। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে নিজ বাড়ি হতে আমগাছী বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।প্রত্যাক্ষদর্শিরা জানান, নিহত বাবুল দিনমজুর হিসেবে কৃষি কাজ করতেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে বাড়ি থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে আমগাছী
বাজারে যাচ্ছিলেন। পথে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বাবুল।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব জানান, এ বিষয়ে তার জানা নেই। বিষয়টি দ্রুত খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
খবর ২৪ ঘণ্টা/আরএস