রাজশাহীর দুর্গাপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক।
কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মিল্টন কুমার, অর্থপেডিক কনস্যালটেন্ট ডা: এসএম আব্দুল্লাহ, শিশু কনস্যালটেন্ট ডা: বিধান কুমার প্রামানিক।
এছাড়াও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট সাতটি ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্থানীয় সাংবাদিকসহ উপজেলা পরিবার পরিকল্পনা টিএফপিএ আব্দুল মান্নান শাহ্ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, পরিবারপরিকল্পনা পরিদর্শক হাবিল উদ্দিন।
বিএ..