দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে দিন ব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরো দিনব্যাপী উপজেলা হলরুমে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (এসডিজি)’র সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। এসময় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোতালেব প্রমুখ। এ কর্মশালায় বিভিন্ন দিক তুলে ধরে প্রজেষ্টরের মাধ্যমে গ্রপ আলোচনা উপস্থাপন করে তানোর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বী ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান। কর্মশালায় বিভিন্ন পেশার ৮০জন এক যোগে ৮টি গ্রপে অংশগ্রন করেন।
আর/এস