দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার গণকৈড়গ্রামে স্বামী তার মানুষিক ভাসাম্যহীন স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। নিহতের নাম রোজুফা বেগম (৩৫)। নিহত গণকৈড় গ্রামের ফরোজ উদ্দিনের মেয়ে ও আবুল হোসেনের স্ত্রী।
গতকাল শনিবার দুপুরে এঘটনা ঘটে।
খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ নিহত রোজুফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। এঘটনায় স্বামী আবুল হোসেনকে আটক করেছে পুলিশ। আবুল হোসেন ওই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোজুফা বেগম দীর্ঘদিন থেকে মানুষিক রোগে ভুগছিলেন। যার কারণে আবুল হোসেন দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি তিনি বাড়ি থেকে বের হতে পারতেন না। এতে আবুল হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী রোজুফাকে নানা ভাবে নির্যাতন করতো। শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী আবুল হোসেন রোজুফাকে ব্যাপক মারপিট করে। এক সময় জ্ঞান হারিয়ে ফেললে তাকে গ্রাম্য চিকিৎসক ডাকা হয়। কিন্তু চিকিৎসক ঘটনাস্থলে পৌছের আগেই রোজুফার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেন, জানান, নিহত রোজুফার লাশ উদ্ধার করা হয়েছে। একই সাথে তার স্বামী আবুল হোসেনকেও আটক করা হয়েছে। তবে আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রীকে পাওয়া যায়নি। এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি
খবর ২৪ঘণ্টা/ নই