দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ইংরেজী নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সনাতন ধর্মালম্বী এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে একজনকে গেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে জানা যায়, ইংরেজী নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানচলাকালীন সময়ে একই এলাকার আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন (২০) ও তার সহযোগী ২/৩ জন মিলে অনুষ্ঠান থেকে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অপহরণকারী সোহাগের পিতা আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ।
জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, থানায় মামলা দায়েরর পর এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভিকটিমকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যহত র