দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে সিএনজি ও স্টিয়ারিং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন জেলার পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াচিন আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের ডান পাশে বসা যাত্রী আফজাল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় নিহতের চাচাতো ভাই মামুনসহ (১৮) সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩)—আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে উভয় গাড়ির চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুল ইসলাম জানান, উপজেলার কিশোরপুর এলাকায় সড়ক দূর্ঘনায় একজন মারা গেছেন। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।