দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে সাজাপাপ্ত ওয়ারেন্ট ভুক্ত সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যাক্তির নাম ইস্রাফিল হোসেন (৪০)। তিনি উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ও উপজেলার জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। দুর্গাপুর থানা পুলিশ সুত্রে জানাগেছে, কিছুদিন আগে সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হোসেনের বিরুদ্ধে অর্থ ঋনের দায়ে রাজশাহী কোর্ট হতে তার বিরুদ্ধে ৫লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ১বছরের বিনাশ্রম
কারাদন্ডের রায় প্রদান করে আদালত। তারি পেক্ষিতে গতকাল সোমবার বিকের সাড়ে ৪টার দিকে দুর্গাপুর থানার এসআই বদিউজ্জামান চুনিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামি ইস্রাফিলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ