দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে সাপের কামড়ে জবেদা বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার টরিপতপুর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। আজ সোমবার বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে তিনি নিজ বাড়িতে বিছানায় শুয়ে ছিলেন। রাতের কোন এক সময় সাপে তাকে কামড় দেয়। সাপের কামড়ে চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমকে