জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদের স্মরণে দুর্গাপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে আমগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার পাশা। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবর আলী শেখ-এর সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মো. আবদুল্লাহ খান। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ আলী, দুর্গাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নুর হোসেন, সাবেক প্রধান শিক্ষক সামসুল হক, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি রফিক উদ্দিন, শামীম ফিরোজ, যুগ্ন সম্পাদক এনামুল হক নাসিম প্রমুখ।
এস/আর