রাজশাহীর দুর্গাপুর উপজেলার স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১৮ জানুয়ারি) দুর্গাপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আব্দুল মোতালেব মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহীদুল হক, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক প্রমুখ ।
তিনদিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ৩৩টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিএ..