দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে শিশুসহ ৩মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর পৌর এলাকার চৌপকুরিয়া গ্রামের সেলিমের শিশু পুত্র জাহিদ হাসান (১৪), মোহাম্মাদ আলীর পুত্র জয়নাল (১৫) ও বহরমপুর গ্রামের আহমেদ আলীর পুত্র আশাদুল ইসলাম (৪৩)।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের
ভিত্তি দুর্গাপুর পৌর এলাকার চৌপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মদ খেয়ে মাতলামি করার সময় জাহিদ, জয়নাল ও আশাদুলকে গ্রেপ্তার করে থানার পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর