দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামে রবিন নামের (৪) বছরের এক শিশুর গলায় মার্বেল (আংটা) বেঁধে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রাজিউল ইসলামের ছেলে। জানাগেছে, গতকাল শুক্রবার সকালে রবিন তার বন্ধুদের সাথে মার্বেল নিয়ে খেলা করছিলো। খেলার ছলে রবিন একটি মার্বেল মুখের ভেতরে নিয়ে নাড়া চড়া করতে থাকে। নাড়া চড়ার এক পর্যায়ে ওই মার্বেলটি তার গলায় আটকে যায়। পরে তার বন্ধুরা তার বাড়ীতে খবর দিলে তার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এসময় হাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন
খবর২৪ঘণ্টা.কম/নজ