নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দূর্গাপুরে সচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকাশ্যে লটারীর মাধ্যমে উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচির প্রাথমিক ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার সুবিধাভোগীদের মাঝে মাসে একবার ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়।
উপজেলার ৭ ইউনিয়নে দুইজন করে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে মোট ১২ জনকে নির্বাচিত করেছে নিয়োগ সংক্রান্ত কমিটি। বাকি ২টি তে যোগ্য ডিলার না পাওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। পুনরায় এই ২ টি ডিলার পয়েন্টে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটি ।
সভায় দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে এসময়, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানাজ পারভিন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.স,ম রাকিবুল ইসলামসহ উপজেলার ৭ টি ইউনিয়নের আবেদনকারী, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএ.