স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন- উপজেলার দেবীপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রহিদুল ইসলাম (৪০) এবং যুগিশো পালশা গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে ওয়াদুদ হোসেন (৪২)।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার নামো দৌড়খালি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এ নিয়ে রহিদুল এবং ওয়াদুদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।খবর২৪ঘন্টা /এবি