দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে চিকিৎসা নিতে এসে কবিরাজের বাড়িতে স্বপন রহমান (২২) নামের এক রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বপনের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাসগ্রামে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের পুত্র। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মাঝে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার হাট কানপাড়া এলাকার বাজুখলশী গ্রামে কবিরাজ নাসির উদ্দিনের বাড়িতে। ঘটনার পর রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ উদ্ধারে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল আুল কালাম শাহিদ ও থানার ওসি খুরশীদা বানু কনা ঘটনাস্থলে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন।
কবিরাজ নাসির আলীর ভগ্নিপতি ও দুর্গাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফজলুল বারী সোহরাফ জানান, গত ৭ নভেম্বর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া বাজুখলশী গ্রামে নাসির আলীর
বাড়িতে যৌন সমস্যার চিকিৎসা নিতে আসে স্বপন নামের ওই যুবক। বুধবার দুপুরের খাবার খেতে স্বপনকে খোজাখুজি করছিলো নাসির। বিকেল ৩ টার দিকে নাসির আলী তার বাড়ির একটি কক্ষে গিয়ে দেখেন স্বপন গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান শমসের আলীকে জানানো হলে তিনি থানায় খবর দেন। স্বপন এর আগে ১৭ অক্টোবর স্ত্রী সহ চিকিৎসা নিতে এসেছিলো। প্রায় এক মাস আগে কথিত কবিরাজ নাসিরের বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে ওই যুবক। এরপর গত ৭ নভেম্বর পূণরায় একা চিকিৎসা নিতে নাসিরের বাড়িতে আসে ওই যুবক।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনা জানান, ঘটনাটির ব্যাপারে প্রাথমিকভাবে মোবাইল ফোনে খবর পেয়েছি। অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল আবুল কালাম শাহিদ স্যারকে জানানো হয়েছে। তিনি আসলেই ঘটনা গিয়ে বিস্তারীত জানা যাবে।
এস/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।