দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে যুব মহিলালীগকর্মীর সম্মানহানির চেষ্টা ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুব মহিলা লীগের কর্মী আঁখি। সোমবার সকাল ৯টায় দুর্গাপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান যুব মহিলা লীগের কর্মী সাহিদা আকতার আঁখি।তিনি লিখিত বক্তব্য অভিযোগ করে বলেন, আগামী ৫সেপ্টেম্বর কিসমত গণকৈড় ইউপি আওয়ামী লীগের আয়োজনে উপজেলার রাতুগ্রামে একটি উঠান বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। ওই প্রোগ্রাম বানচাল করতে একটি স্বার্থনেষী মহল গত কয়েক দিন থেকে আমাকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এমন কি এমপি’র ওই প্রোগ্রাম বন্ধ না করা হলে আমার মানসম্মানের হানি ঘটাবেন বলেও তারা হুমকি-ধামকি দিতেন।
গত শনিবার বেলা ১১টার দিকে দলীয় সাংগঠনিক কাজে ঝালুকা ইউনিয়নে যাওয়ার পথে আমার ভাতিজা দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের সাথে কথা বলার অনুরোধ করেন। এমন সময় আমি দুর্গাপুর ডিগ্রী কলেজের মোড়ে ভ্যানগাড়ি থেকে নামার সময় বাশার, হায়দার সহ কয়েকজন মিলে আমার কাছে থেকে জানতে চায় ৫তারিখের এমপি সাহেবের প্রোগ্রামের খবর কি। আমি তাদের এমপি সাহেবের প্রোগ্রাম সফল করা হবে বলে জানালে তাৎক্ষনিক তারা ক্ষিপ্ত হয়ে তুমূল তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঘটনাটি ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। এ সময় আমি আমার ছোট ভাইয়ের বন্ধু আয়নালকে ঘটনাস্থলে আসতে বললে আয়নাল পৌছে আমাকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করে তাদের সাথে তর্কে লিপ্ত হয়। পরে তারা পরিকল্পিত নাটক সাজিয়ে গত রোববার তার বিরুদ্ধে সম্মানহানিকর মিথ্যা সংবাদ প্রকাশ করিয়াছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন উপজেলা যুব মহিলী লীগের কর্মী সাহিদা আকতার আঁখি।
খবর২৪ঘণ্টা/এমকে