দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে বিল থেকে পুকুর খননের এস্কেভেটর মেশিন উঠাতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মিদের বিরুদ্ধে উপজেলা যুবলীগের এক নেতাকে মারধোর করে টাকা ছিঁনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ভুক্তভোগী যুবলীগের নেতা আল আমিন হোসেন থানায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকসহ ৩জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারি আলামিন উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২৯ ফেব্রæয়ারি বেলা ১১টার দিকে উপজেলা যুবলীগের নেতা আল আমিন মোটরসাইকেল শোরুমের টাকা দেওয়ার উদ্দেশ্য তাহেরপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় উপজেলার নারায়ণপুর সংলগ্ন এলাকার আঙরার বিলে তার বন্ধু মোশারফ হোসেনের পুকুর খননের একটি এস্কেভেটর গাড়ি নষ্ট হয়। খবর পেয়ে আল আমিন ওই পুকুরে গাড়ি উঠাতে গেলে প্রতিপক্ষ রতন, বাপ্পি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ আরো ১০/১২মিলে আল আমিনকে আক্রমণ করে তাকে এলোপাতাড়ি পিটানো শুরু করে। এ সময় তার কাছে থাকা নগদ ২লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আল আমিন উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানতে চাইলে এস্কেভেটর গাড়ির ঠিকাদার রতন আলী জানান, ওই দিন বিল থেকে আমি আমার গাড়ি উঠাতে যাই। ওখানে কোন টাকা পয়সা ছিঁনিয়ে নেয়ার ঘটনা ঘটে নি। তবে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, মারধোর ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।