রাজশাহীর দুর্গাপুরে পলাশ(৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার নান্দিগ্রামের রহুল ডাক্তারের ছেলে। জানা গেছে, আজ শুক্রবার ১৯( ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুর্গাপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত পলাশ এর দুর্গাপুর বাজারে ফার্মেসীর দোকান আছে আর সেই সুবাদে সেখানেই বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি হাসমত আলী বলেন, খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।
এস/আর