দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা প্রবীণ বিএনপির নেতা, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১১ জুলাই) দুপুর ২.৩০ মিনিটে নিজ বাড়ি উপজেলার চুনিয়াপাড়া গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে একই সাথে তার বড় ভাই আব্দুল জলিল মোল্লা (৮৪) তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার বাদ মাগরিব জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।আব্দুল করিম মোল্লা একজন প্রবীণ বিএনপির নেতা ও উপজেল মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন।
এছাড়াও তিনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়ন সহসভাপতি ও জেলা বিএনপির গুরুত্বপুর্ন পদের দায়িত্ব পালন করেছেন। তিনি নির্বাচনের মাধ্যমে দুইবার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, নাতি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমকে