দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে মিথ্যা সংবাদ-অসাংগঠনিক কার্যকলাপ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা-পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, দুর্গাপুরে কয়েকজন নেতার অসাংগঠনিক কার্যকলাপের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের অবমূল্যায়ন করে দলীয় পদ থেকে বঞ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলা বিএনপির কিছু সুবিধাবাদী নেতৃবৃন্দ সাম্প্রতিক চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় দায় এড়াতে চাইছে, অথচ ওই ঘটনায় সাধারণ কর্মীরাও আহত হয়েছেন। তাছাড়া, বিগত সময়ে বহু ত্যাগী নেতা-কর্মী কারাগারে থাকলেও তাদের খোঁজখবর নেননি এসব নেতারা। গত ২৯ আগষ্ট উপজেলা বিএনপির প্রস্তুুতি সভায় বিছিন্ন ঘটনায় সদস্য সচিব জোবায়েদ হোসেন আহত হওয়ায় দু:খ প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বিদয় বলেন, কিছু প্রভাবশালী নেতার ব্যক্তিস্বার্থে দলের ভেতরে বিভেদ তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে দলীয় ঐক্য নষ্ট হবে। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন,“দলকে শক্তিশালী করতে হলে অসাংগঠনিক কার্যক্রম বন্ধ করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, মাসুম রানা, খোদা বক্স, রেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ আলেক ও মিলন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জেমস, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান ও আনারুল ইসলাম, যুবদল নেতা সানোয়ার হোসেন টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সাবেক সম্পাদক ফারুক মজুমদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সুজন আলী, পৌর শ্রমিকদলের সদস্য সচিব আসাদুজ্জামান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব, দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাগর আহম্মেদ, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম লিয়ন, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম, রানা হামিদ, জীবন, বাতেনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী নেতাকর্মীরা।
প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।