1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে মাড়িয়া ইউপিতে রাত পোহালেই নির্বাচন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ মে ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে মাড়িয়া ইউপিতে রাত পোহালেই নির্বাচন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামীকাল বুধবার (৫জানুয়ারি) রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের লক্ষে এর মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার ব্যালট পেপার,বাক্সসহ বিভিন্ন নির্বাচনি উপকরণ পাঠানো হবে স্ব-স্ব কেন্দ্রে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে চার স্তুরের নিরাপত্তা। এই ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে চার কেন্দ্র ঝুকিপূর্ণ চিহ্নিত করেছে থানার পুলিশ।

ভোটদানে বাধা, প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও ভাঙচুরের মধ্যে দিয়ে গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ছয় ইউনিয়নে বিএনপির কোন প্রার্থী না থাকলেও এবার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। ফলে জমে উঠেছে মাড়িয়া ইউনিয়নে নির্বাচনী লড়াই। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলেও শেষ সময়ে বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ানোয় এখন একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। গত ৩০ডিসেম্বর ওই ইউনিয়নে আওয়ামী লীগের প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী আব্দুল লতিফ মৃধা দলীয় মনোনিত প্রার্থী জাহাঙ্গীর আলমকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান। ফলে ভোটের মাঠে এখন দুই জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম সম্রাট ও আনারস প্রতীকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম ফারুক সুমন লড়ছেন।

এদিকে, গত ২১বছর ধরে মাড়িয়া ইউনিয়ন পরিষদ রয়েছে বিএনপির দখলে। একটানা চার বার বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হাসান ইমাম ফারুক সুমন। তবে, বিএনপির দুর্গ এবার ভাঙতে একজোট হয়েছেন আওয়ামী লীগ। শেষ সময়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট। অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ইমাম ফারুক সুমনের আনারস প্রতীকে ভোট চেয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীর মাঠে নেমে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, মাড়িয়া ইউপিতে চার কেন্দ্র ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজরদারি থাকবে। সুষ্ঠ নির্বাচনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি রেয়েছে।
উপজেলার নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মাড়িয়া ইউনিয়নে নয়টি ওয়াড রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪১জন। মহিলা ভোটার ৬হাজার ৭৫৭জন আর পূরুষ ভোটার ৬হাজার ৭৮৪জন। মোট নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে ভোট গ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পূন্ন করা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team