নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয়-করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ,নারী ও শিশু নির্যাতন ও পাচার রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সর্বজনীন জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: রুহুল আমিন,উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.জান্নাতুল ফেরদৌস,থানার অফিসার ইনচার্জ মো: আতিকুল ইসলাম, দুর্গাপুর সেনাবাহিনী ক্যাম্পের সার্জেন্ট মো: ইকবাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, আনছার ভিডিপি কর্মকর্তা ও ইউপি প্রশাসক সেলিনা আক্তার,পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াসিন আলী, দারিদ্র বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মো:মেহেদী হাসান, পৌরসভার সহকারী প্রকৌশলী (অ.দা.) মো: শাহাবুল হক, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। এদিকে, দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক পরিস্থিতি-পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিবর্গ,দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।