দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে পারিবারিক কলহের জের ধরে এরশাদ আলী (৩৫) নামের মানসিক প্রতিবদ্ধী বিষপান করে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়ন এলাকার শ্যামপুর গ্রামের মৃত বাদলার ছেলে। সে পেশায় একজন জেলে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ পারিবারিক কলহের জের ধরে
দুপুর ২টার দিকে সবার অজান্তে বিষ পান করে। এসময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। বিষপানে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু (কনা)।
এমকে