দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (৫ জানয়ারী) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। আটককৃতদের মধ্যে একজনকে ৩ মাস ও দুইজনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার সিংগা (পশ্চিম পাড়া) গ্রামের আলমগীর (৩৭),একই গ্রামের মমিন উদ্দিন (২৮) ও উপজেলার বাজুখলসী গ্রামের নবাব আলী সরকার (৫১)। এছাড়াও ২৫ পিছ টাপেন্টাডলসহ সিংগা পশ্চিমপাড়া গ্রামের জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয় (খ) সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে একজনের বিরুদ্ধে মাদক কারবারির অপরাধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ডের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিএ..