দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী- ৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য ডা: মনসুর রহমান।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা
মসিউর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব,উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন, মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, সমবায় কর্মকর্তা কাওসার আলী, পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা আদিবাসী চিকিৎসা সহায়তায় ৩২জন আদিবাসী নারী পুরুষকে ৩ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ডা: মনসুর রহমান।
খবর ২৪ ঘণ্টা/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।