দুর্গাপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাওয়া কম্বল বিতরণ চলছে। রোববার(৩০ জানুয়ারী) দিবাগত রাতে ইউএনও ও এসিল্যান্ড কম্বল নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছে ছুটে যান।
উপজেলার দেলুয়াবাড়ী ও জয়নগর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে, নামোদুরখালী ও নারিকেল বাড়ীয়ার আশ্রয়ণের পুনর্বাসিত পরিবারের মাঝে এবং ভাসমান বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা, উপজেলা সহকারি কমিশনার ভূমি শুভ দেবনাথ, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা বেলাল হোসাইন রাত ১০টায় শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। ছিন্নমুল মানুষদের শীত নিবারণের জন্য সরকারি কম্বল বিতরণ করায় খেটে খাওয়া মানুষগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউএনও-অ্যাসিল্যান্ডের প্রসংশা করেন।
ইউএনও সোহেল রানা বলেন, মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য। গত কয়েক দিনে এলাকায় প্রচণ্ড শীত পড়েছে। এখানকার ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে এসব কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সকল মানুষদের জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দেয়া কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিএ/