দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুরে কৃষি পরামর্শ প্রশিক্ষণ ও ভার্মিকম্পোস্ট খামারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে দুর্গাপুর পৌর এলাকার শালঘড়িয়া মধ্যপাড়া আইপিএম কৃষি উন্নয়ন সংগঠনের আয়োজনে এই খামার উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার ২ নং ওয়র্ড কাউন্সিলর মাহাফুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সমর কুমার পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপসহকারী জায়েদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মিণ্টু মিয়া, ইউডি এফ প্রতিনিধি জাকিউল ইসলাম প্রমূখ এছাড়াও আইপিএম কৃষি উন্নয়ন সংগঠনের সকল সদস্য ও সদস্যগন উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ