দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুল সাইফুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ। সবশেষ উপজেলার ৫জয়িতা নারীকে ক্রেস্ট প্রদান করা হয়।
আর/এস