দুর্গাপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে বছরব্যাপী বৃক্ষ রোপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপুরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা যুবলীগের আয়োজনে দুর্গাপুর কলেজ চত্বরে ফলজ, ওষধি ও বনজ গাছ রোপনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন,দপ্তর সম্পাদক মিজানুর রহমান,সহ-সম্পাদক আবুল কাশেম, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য আমিনুল হক (টুলু),দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, উপজেলা ছালীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু, পৌর ছাত্রলীগের সভাপতি শাকিল খান প্রমূখ।খবর২৪ঘন্টা /এবি