দুর্গাপুরে পারিবারিক কলহের জের ধরে শারমিন খাতুন (২৭) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে।
ওই গৃহবধূর স্বামীর নাম হাবিবুর রহমান হাবিল। ঘটনাটি ঘটেছে উপজেলার বখতিয়াপুর গুলালপাড়া তার স্বামীর বাড়িতে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ভাবে গত ৮ বছর আগে উপজেলা বখতিয়াপুর গুলালপাড়া গ্রামের আজাহারের ছেলে হাবিলের সাথে দুর্গাপুর পৌর এলাকার গোড়খাই গ্রামের মৃত কুদ্দুসএর মেয়ে শারমিনের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তাদের পরিবারে একটি পুত্র সন্তান জন্মগ্রহন করেন।
হতদরিদ্র পরিবারে তাদের সংসার ভালোই চলছিলো। এক পর্যায়ে গত কয়েক বছর ধরে তাদের সংসারে অভাব দেখা দিলে তাদের সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবার দেখা দিতে থাকে। এরই জের ধরে গৃহবধূ শারমিন খাতুন মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) সকালে স্বামীর ওপরে অভিমান করে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার (ওসি) হাশমত আলী।
বিএ/